বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা
বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়

শিক্ষকদের মৌন মিছিল

গাজীপুর প্রতিনিধি

বিশ্ববিদ্যালয় থেকে মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আস্থাশীল নতুন ভাইস চ্যান্সেলর নিয়োগের দাবিতে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ দিনের মতো মৌন মিছিল, মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে প্রতিষ্ঠানের প্রগতিশীল শিক্ষকরা এসব কর্মসূচি পালন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সাবেক ভিসি ড. আব্দুল মান্নান আকন্দ, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ইসমাইল হোসেন, ডিন কামাল উদ্দিন আহমেদ, প্রফেসর এম কামরুজ্জামান, ড. জালাল উদ্দিন, ড. ইমরুল কায়েস, ড. এ আর এম সোলাইমান, এ কে এম আমিনুল ইসলাম, তোফায়েল আহমেদ, আরিফুর রহমান খান। এর আগে একটি মৌন মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। বক্তারা দাবি করেন, মেয়াদোত্তীর্ণ হওয়া ভিসির বদলে এ বিশ্ববিদ্যালয় থেকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও প্রগতিশীল কোনো একজন শিক্ষককে অবিলম্বে ভিসি পদে নিয়োগ দেওয়া হোক। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অব্যাহত থাকবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর