শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত

প্রতিদিন ডেস্ক

মাগুরায় ট্রাক-পিকআপ সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া বিভিন্ন স্থানে প্রাণ হারিয়েছেন আরও ছয়জন। প্রতিনিধিদের খবর— মাগুরা-ফরিদপুর সড়কের বেলনগর এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোরে বালুভর্তি ট্রাকের সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছে। নিহতদের মধ্যে চালকের পরিচয় পাওয়া গেছে। তার নাম মো. আবদুল হানিফ। সে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার লাল মিয়া মুন্সির ছেলে। মানিকগঞ্জ : বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মূলজান এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি  মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত তরিকুল ইসলাম সোহাগ (৩৫) ঢাকায় গার্মেন্টস কাপড়ের দোকানদার। তিনি যশোর জেলার চৌগাছা উপজেলার চাঁদপুর গ্রামে মহসিন বিশ্বাসের ছেলে। এ ঘটনায় আহত হয় অপর মোটরসাইকেল আরোহী তপু মিয়া। নওগাঁ : মান্দায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে মেহেদী হাসান তুহিন নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত তুহিন উপজেলার কুসুম্বা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। বুধবার রাতে নওগাঁ-রাজশাহী মহাসড়কের জয়বাংলা মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। গাইবান্ধা : গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় এমদাদুল হক (৪২) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। নিহত এমদাদুল হক বগুড়া শহরের মধ্যপাড়া এলাকার জাহের আলীর ছেলে। সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে আক্রাম (৬) নামে এক শিশুর (৬) মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ বাসযাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের সাহেবগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর : গাজীপুরে ট্রাক ও লেগুনার সংঘর্ষে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। হতাহতরা সবাই লেগুনার যাত্রী।

সর্বশেষ খবর