শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

এক পলক

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণ

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে  বৃহস্পতিবার দুপুরে শহরের ইবিরোড, কালিবাড়ী রোড ফজলুল হক রোড, মিরপুর ওয়াপদা বাঁধসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে। জেলা বিএনপি সভাপতি বেগম রুমানা মাহমুদের নেতৃত্বে নেতা-কর্মীরা হেঁটে হেঁটে দোকানে দোকানে ঘুরে ও পথচারীদের মধ্যে এ লিফলেট বিতরণ করেন। এ সময় বেগম রুমানা মাহমুদ বলেন, গ্যাসের অমানবিক মূল্যবৃদ্ধি সব শ্রেণি-পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারের গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণকে একসঙ্গে রুখে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। —সিরাজগঞ্জ প্রতিনিধি

খাল দখলমুক্ত অভিযান

হাই কোর্টের নির্দেশে ভোলা শহরের প্রাণ ভোলা খাল দখল ও দূষণমুক্ত করার কাজ শুরু করেছে প্রশাসন। বুধবার জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে এ অভিযানকালে ভোলা পৌর কর্তৃপক্ষ, পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী খালের সীমানা নির্ধারণ করে দুই পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। —ভোলা প্রতিনিধি

পানিতে পড়ে শিশুর মৃত্যু

বাড়ির পাশে একটি পুকুরে পড়ে মারা গেছে তিথীলা নামের আড়াই বছরের এক শিশু। সে  শহরের বান্দুটিয়া গ্রামে আবদুর রশিদের মেয়ে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

—মানিকগঞ্জ প্রতিনিধি

বিনামূল্যে সার ও বীজ বিতরণ

পটুয়াখালীর বাউফলে কৃষি পুনর্বাসন কর্মসূচি/২০১৮ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাউফল উপজেলা অডিটিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চিফ হুইপ আসম ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিআরডিবির সভাপতি মো. শামছুল আলম মিয়া, উপজেল ভাইস চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খান, ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম ফারুক, ইউপি চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ, আনোয়ার হোসেন বাচ্চু, মহিউদ্দিন খান লাবলু এনামুল হক আলকাচ মোল্লা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাউফল উপজেলা কৃষি অফিসার মো. সারোয়ার জামান।

—বাউফল প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর