শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

হাতিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

নোয়াখালী প্রতিনিধি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়া উপজেলায় আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। এ সময় বিদ্যালয়সহ কয়েকটি ব্যবসা-প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, বুধবার রাতে উপজেলার চরকিং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন মহিন এবং উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও চরকিং ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সাহাব উদ্দিন, মনির, মো. আলীসহ অন্তত ১২ জন আহত হন। ঘটনার সময় সফিউল আলম প্রাথমিক বিদ্যালয়, ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করা হয়। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ইউপির চেয়ারম্যান মহিউদ্দিন তার সমর্থকদের ওপর বিনা উসকানিতে হামলা চালানোর অভিযোগ করেছেন সাংবাদিকদের কাছে।

সর্বশেষ খবর