শনিবার, ২৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা
অষ্টম বর্ষে বাংলাদেশ প্রতিদিন

জেলা উপজেলায় বর্ণাঢ্য আয়োজন

দেশের সর্বাধিক প্রচারিত বাংলাদেশ প্রতিদিন অষ্টম বর্ষে পদার্পণ করে ১৫ মার্চ। দিনটি উদযাপন উপলক্ষে বিভাগ, জেলা-উপজেলায় আয়োজন করা হয় বর্ণাঢ্য কর্মসূচি।

প্রতিদিন ডেস্ক

জেলা উপজেলায় বর্ণাঢ্য আয়োজন

দিনাজপুর : দিনাজপুর প্রেস ক্লাব কনফারেন্স রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মু. আবুল কাসেম।

গাইবান্ধা : স্থানীয় প্রেস ক্লাবে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামছুল আজম।

পটুয়াখালী : পটুয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ কাজী আলমগীর।

ঝালকাঠি : শহরের টাউন হলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগার মিলনায়তনে আলোচনাসভায় বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর জিয়াউর রহমান আরমানসহ অন্যান্য অতিথি।

শরীয়তপুর : শরীয়তপুর ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান।

নওগাঁ : নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার হারুন-অল-রশিদ।

সর্বশেষ খবর