রবিবার, ২৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ঝড়ে তিনজনের মৃত্যু ব্যাপক ক্ষতি

প্রতিদিন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার ওপর দিয়ে গতকাল বয়ে গেছে প্রচণ্ড ঝড়। ঝড়ের কবলে পড়ে দুই জেলায় তিনজনের মৃত্যু হয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে বাড়িঘর গাছপালা ও ফসলের। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঝড়ের সময় দেয়ালচাপায় স্কুলছাত্রী নুর জাহান বেগম (১৩) ও নাসিরনগরে নৌকাডুবে কুমিলা আক্তার (১০) নামে এক শিশু মারা গেছে। নাসিরনগরসহ সরাইল উপজেলায় ঘরবাড়ি, বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের পর থেকে সরাইলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। শনিবার বেলা ১০টার দিকে বিজয়নগর উপজেলার দত্তখলায় র. আ. ম. উবায়দুল মোক্তাদির চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী নুর জাহান স্কুলে আসার পথে দেয়ালচাপা পড়ে গুরুতর আহত হয়। তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। সে চর ইসলামপুর ইউনিয়নের দত্তখলা গ্রামের পারাঙ্গাবাড়ির মজনু মিয়ার মেয়ে। এদিকে নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া এলাকায় সকালে ঝড়ের কারণে নৌকাডুবে ওই এলাকার জামাল হোসেনের মেয়ে কুমিলা আক্তারের মৃত্যু হয়। এ সময় নৌকায় থাকা চারটি ছাগলও মারা গেছে। অন্যদিকে সরাইলে ঝড়ে বসতঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও ইটভাটায় শ্রমিকদের আশ্রয়স্থল বিধ্বস্ত হয়ে গেছে। নদীতে ডুবে গেছে মালবাহী নৌকা। গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক লোক। কিশোরগঞ্জের করিমগঞ্জে ঝড়ের সময় ঘরের ওপর গাছ পড়ে রইছউদ্দিন (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। তার বাড়ি উপজেলার জয়কা ইউনিয়নের কনিকপুর গ্রামে। হোসেনপুর উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টিতে সবজিসহ বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রচণ্ড বাতাসে বৈদ্যুতিক খুটি ও গাছপালা উপড়ে পড়েছে। এছাড়া কিশোরগঞ্জ সদর ও কটিয়াদীতেও ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

সর্বশেষ খবর