রবিবার, ২৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

এমপির কমিটি বাতিল!

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের মিঠাপুকুর উপজেলায় সরকারদলীয় এমপির গঠন করা ১৭টি ইউনিয়ন কমিটি বাতিল করে আগের কমিটি বহাল করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার রাতে জেলা আওয়ামী লীগের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আগামী ৩০ জুনের মধ্যে সম্মেলন করে ১৫৩টি ওয়ার্ড কমিটি গঠনের জন্য আগের ইউনিয়ন কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মণ্ডল মওলা জানান, সম্মেলনের মাধ্যমে মিঠাপুকুরের ১৭টি ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছিল। গত বছর ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে স্থানীয় এমপি নিজ ক্ষমতাবলে কমিটিগুলো বাতিল করেন। পরে ঢাকায় নিজ বাড়িতে বসে তার অনুগতদের নিয়ে পকেট কমিটি করেন। আগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্য নেতারা এমপির এ সিদ্ধান্তের বিরুদ্ধে দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা কমিটির কাছে লিখিত অভিযোগ করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ বলেন, অভিযোগ পর্যালোচনা করে সত্যতা পাওয়ায় জেলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটি বাতিল করে আগের কমিটি বহাল করা হয়। স্থানীয় এমপি এইচ এন আশিকুর রহমান বলেন,  কোনো কমিটি বাতিল করা হয়নি। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জেলা কমিটির নির্দেশেই ইউনিয়ন কমিটিগুলো পূর্ণাঙ্গ করা হয়। বদনামের কারণে কিছু ক্ষেত্রে সভাপতি-সম্পাদক পদে পরিবর্তন আনা হয়। এখন জেলা কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানাই। এতে দল আরো শক্তিশালী হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর