রবিবার, ২৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

উত্ত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষক কর্মচারীদের মারধর

নেত্রকোনা প্রতিনিধি

উত্ত্যক্তের প্রতিবাদ করায় একটি বিদ্যালয়ে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে শিক্ষক-কর্মচারীসহ চারজন আহত হয়েছেন। নেত্রকোনা শহরের দত্ত উচ্চ বিদ্যালয়ে গতকাল এ ঘটনা ঘটে। আহত শরীফ উদ্দিনসহ শিক্ষক-কর্মচারীরা জানান, শনিবার বিদ্যালয় ছুটির সময় পৌর কাউন্সিলর শেখ হেলাল উদ্দিনের ছেলে ও অন্য স্কুলের ছাত্র শেখ ঊর্ধ্বকে গেটের সামনে ছাত্রীদের হয়রানি করতে নিষেধ করা হয়। পরে ঊর্ধ্ব দলবল নিয়ে স্কুলে ঢুকে ভাঙচুর ও মারপিট করে। প্রধান শিক্ষক এবিএম শাহ্জাহান কবীর জানান, রুটিনমাফিক প্রতিদিনের কাজ হচ্ছে উত্ত্যক্তকারীদের প্রতিহত করে মেয়েদের যাতায়াত নিশ্চিত করা। গতকালও ছুটির সময় মেয়েদের নিরাপত্তা প্রদানে শিক্ষক-কর্মচারীরা কাজ করছিলেন। নেত্রকোনা মডেল থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, স্কুল কর্তৃপক্ষ মামলা দিলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর