সোমবার, ২৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

যত্রতত্র ময়লা আবর্জনা অতিষ্ঠ পৌরবাসী

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও শহরে যত্রতত্র ফেলে রাখা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ পৌরবাসী। দুর্গন্ধ বাতাসে মিশে নষ্ট হচ্ছে পরিবেশ। কষ্টকর হয়ে পড়েছে সাধারণ মানুষের পথচলা। পৌর কর্তৃপক্ষ বলছে, বেসরকারি সংগঠন ইএসডিওর প্রকল্পের ময়লায় দুর্গন্ধে সৃষ্টি করেছে। ইএসডির নির্বাহী পরিচালক শহীদ উজ জামান জানান, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. আবু মো. খায়রুল কবির জানান, খোলা জায়গায় ময়লার দুর্গন্ধ নানা রোগের কারণ হতে পারে। তাই নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা দরকার। জানা যায়, ইএসডির প্রকল্প বাস্তবায়নে ঠাকুরগাঁও পৌর শহরের রাস্তার পাশে বাসা-বাড়ির ময়লা আবর্জনার স্তূপ করে রাখা হচ্ছে। ওই ময়লার প্রকট গন্ধে স্বাস্থ্যর্ঝুঁকিসহ নানা সমস্যায় রয়েছেন এলাকাবাসী। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারীরা। শহর ঘুরে দেখা গেছে, শহরের পুরাতন কবরস্থান সেনুয়া নদীর রাস্তার পাশে পরিচ্ছন্ন কর্মীরা গাড়ি দিয়ে প্রতিনিয়ত ময়লা-আবর্জনা ফেলছেন। এসব ময়লা একটি প্রকল্প বাস্তবায়নে নেওয়া হচ্ছে শহরের বিভিন্ন বাসা বাড়ি থেকে। শুধু একস্থানে ময়লা ফেলা হচ্ছে তা নয়। শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামের সামনের রাস্তার পাশেও রাখা হচ্ছে। সেনুয়া এলাকার আবু খায়ের, রহম, গোলাম ও বাবলু জানান, জোরে বাতাস বইতে শুরু করলে ঘরের ভেতর গন্ধ ঢুকে। এ সময় নিঃশ্বাস নেওয়া দুর্বিষহ হয়ে পড়ে। ফেলে রাখা ময়লার কিছু দূরে সিএম আইয়ুব উচ্চ বিদ্যালয়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপেন্দ্র নাথ জানান, স্কুলের অনেক ছাত্র-ছাত্রী সেনুয়া নদীর পাশ দিয়ে যাওয়া আসা করে। রাস্তার পাশে ময়লা-আবর্জনা ফেলে রাখায় দুর্গন্ধে তাদের যাতায়াত কষ্টকর হয়ে পড়েছে।

সর্বশেষ খবর