সোমবার, ২৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

গঙ্গা স্নানে দুই বাংলার মিলন মেলা

লালমনিরহাট প্রতিনিধি

গতকাল সকালে জেলার কালিগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তের মেইন পিলার ৯১৫ এর কাছে ভারতের মালদা নদীতে হিন্দু সম্প্রদায়ের ঐতিহাসহিক গঙ্গা স্নান সম্পূর্ণ হয়। এতে দুই বাংলার কয়েক হাজার নাগরিক সৌহার্দপূর্ণভাবে সমন্বিত গঙ্গা স্নানে অংশগ্রহণ করে। প্রতিবছরের ন্যায় এ বছরও ভারতের কাঁটাতার ভেদ করে মালদা নদীতে গঙ্গা স্নানে মেতে ওঠে দুই দেশের নাগরিকরা। গঙ্গা স্নান উপলক্ষে সকালে  ভারত-বাংলাদেশের আত্মীয়-স্বজনদের দেখা করার সুযোগ করে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। শেরপুরে কালীদহ সাগরে বারুনী স্নান : শেরপুর প্রতিনিধি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী বারুনী স্নান অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। রবিবার জেলার শ্রীবর্দী উপজেলার গড় জড়িপা ইউনিয়নের ঐতিহ্যবাহী কালীদহ সাগরে এ স্নান অনুষ্ঠিত হয়। প্রায় ১৫০ বছর আগে কোচ সামন্ত আমল থেকে ঐতিহ্যবাহী গড় জড়িপা মাটির দূর্গ সংলগ্ন কালীদহ সাগরে বারুনী স্নান অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু বর্তমানে ওই কালীদহ সাগর শুকিয়ে যাওয়ায় এর জৌলুস কমে গেছে।

মেলায় দেশীয় হস্তশিল্প, মাটির খেলনা, বাঁশ বেতের তৈজসপত্র, মুখরোচক খাবারের দোকানের  দেখা যায়। এবার মেলায় উল্লেখযোগ্য পূণ্যার্থী ছাড়াও অন্য ধর্মালম্বীদের আগমন ঘটে।

সর্বশেষ খবর