সোমবার, ২৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

কিশোরীকে তাল গাছ থেকে নামালো ফায়ার সার্ভিস

ফরিদপুর প্রতিনিধি

‘তাল গাছই আমার বাড়ি, আমি এখন তাল গাছেই থাকবো’-এমন কথা বলে হাবিবা খাতুন (১৬) নামের এক কিশোরী গাছে উঠে পড়ে। এলাকাবাসী বহু চেষ্টার পর তাকে নামাতে না পেরে স্মরণাপন্ন হন ফায়ার সার্ভিসের। ছয় ঘণ্টা পর শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সার্ভিসের কর্মীরা হাবিবাকে গাছ থেকে নামাতে সক্ষম হন। ঘটনাটি ঘটে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কুমারাকান্দি গ্রামে। হাবিবা ওই গ্রামের সাহেদ আলীর মেয়ে ও স্থানীয় স্কুলের নবম শ্রেণির ছাত্রী। স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার দিকে হাবিবা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খুঁজতে থাকে। পরে এলাকাবাসী তাকে তাল গাছের মাথায় বসে থাকতে দেখেন। প্রতিবেশী ও পরিবারের সদস্যরা হাবিবাকে অনুরোধ করেও গাছ থেকে নামাতে পারেননি। হাবিবা বলতে থাকে, ‘তাল গাছই আমার বাড়ি, তাল গাছই আমার ঘর, আমি এখন থেকে গাছেই থাকবো’। ফায়ার সার্ভিসের ফরিদপুর স্টেশন কর্মকর্তা সাইফুজ্জামান জানান, স্থানীয়দের সহায়তায় কিশোরীকে গাছ থেকে নামাতে সক্ষম হই। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, হাবিবা মানসিক ভারসম্যহীন বলে তাদের মনে হয়েছে। এ বিষয়ে হাবিবার পরিবারের কেউ কথা বলতে রাজি হননি।

সর্বশেষ খবর