সোমবার, ২৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সরকারি জমি ব্যক্তির নামে নামজারি

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে ভূমি কর্মকর্তার সহযোগিতায় সরকারি ‘ক’ তালিকার ৭০ শতাংশ জমি আশোক কুমার বসাক নামে এক ব্যক্তি নামজারি করেছেন। বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। দায় এড়াতে ভূমি অফিস নামজারিটি বাতিল করার চেষ্টা করছেন বলে জানা গেছে।  অশোক কুমার সরকারি সম্পত্তি নিজের নামে নামজারি করার কথা স্বীকার করেছেন। ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা উজ্জল হোসেন জানান, নামজারিটি বাতিল করার সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। জানা যায়, ধামরাইয়ের বেলিশ্বর মৌজার ৩৫৬ আরএস খতিয়ানে ৩২৬৬ আরএস দাগে ৭০ শতাংশ জমি ‘ক’ তালিকাভুক্ত সরকারি ভিপি সম্পত্তি। যার মূল্য কয়েক কোটি টাকা। বেলিশ্বর গ্রামের মহিন্দ্রনাল কুমারের ছেলে অশোক কুমার কৌশলে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা উজ্জল হোসেনের সহায়তায় নিজের নামে নামজারি করেন। তিনি ওই জমির ২০১৬ সালে ফেব্রুয়ারি মাসে ৫১৪ টাকা খাজনাও পরিশোধ করেন। স্থানীয়রা জানান, বেলিশ্বর মৌজার অধিকাংশ জমিই ভিপি। ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় একটি চক্র ওইসব জমির মাটি ইটভাটায় বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এতে সহযোগিতা করেছে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তারা।

সর্বশেষ খবর