মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা
যশোরে ইউপি চেয়ারম্যান হত্যা

১৯ জনের নামে অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ (ইছালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান) ১৯ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দিয়েছে সিআইডি পুলিশ। সিআইডি যশোর জোনের পরিদর্শক আমিনুল ইসলাম রবিবার যশোর আদালতে এ অভিযোগপত্র জমা দেন।

২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে যশোর-মাগুরা সড়কের পাঁচবাড়িয়া এলাকায় দুর্বৃত্তরা ইছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনকে গুলি করে হত্যা করে। এ সময় তিনি একটি মোটরসাইকেলে যশোর শহর থেকে ইছালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। এ ঘটনায় নিহতের বড়ভাই মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান বাদী হয়ে ২৬ ফেব্রুয়ারি যশোর কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের নামে মামলা করেন। মামলাটি প্রথমে পুলিশ তদন্ত করলেও পরে একই বছরের ১৭ এপ্রিল তদন্তভার সিআইডির ওপর ন্যস্ত হয়। এদিকে এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযুক্তদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের নাম আসার বিষয়টি আমরা কেন্দ্রীয় কমিটিকে জানাব। কেন্দ্র যা করার করবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর