মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

১৪৭ মাদক বিক্রেতাকে পুনর্বাসন

মাগুরা

মাগুরা প্রতিনিধি

খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান বলেছেন, সন্ত্রাস ও মাদকের ক্ষেত্রে বর্তমান সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। বাংলার মাটিতে জঙ্গিবাদের ঠাঁই হবে না। সেই সঙ্গে মাদকেরও মূলোৎপাটন করা হবে। ১৪৭ জন মাদকসেবী ও বিক্রেতাকে পুনর্বাসনের আওতায় আনা হয়েছে। সোমবার মাগুরা নোমানী ময়দান মাঠে বার্ষিক পুলিশ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নোমানী ময়দানে অনুষ্ঠিত সমাবেশে পুলিশ সুপার মুনিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুবর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান, মাগুরা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু নাসির বাবলু, অ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর