মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

শৈলকুপায় বিদ্যালয়ে হামলা ছয় শিক্ষক-শিক্ষার্থী আহত

ঝিনাইদহ প্রতিনিধি

প্রেম নিবেদনকে কেন্দ্র করে গতকাল দুপুরে ঝিনাইদহের শৈলকুপা ভাটই মাধ্যমিক বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় শিক্ষক দেবাশীষসহ ৫ ছাত্র আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ৪ বহিরাগতকে আটক করে। এ সময় স্থানীয় সন্ত্রাসীরা জোটবদ্ধ হয়ে তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি শান্ত করে। আটকরা হলো জামাল হোসেন, রবিউল, তৌফিক ও বিকাশ। এ ব্যাপারে মামলা হয়েছে। স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দশম শ্রেণির এক ছাত্রীকে বহিরাগত কৌশিক নামের এক বখাটে জোরপূর্বক ফুলগাছ দিতে আসে। এ সময় ওই ছাত্রীর সঙ্গে থাকা দশম শ্রেণির কয়েক ছাত্রের ওই বখাটের হাতাহাতি হয়। এরপর দুপুরে ইংরেজি ক্লাস চলাকালে বহিরাগত ৬ জন বখাটে জোটবদ্ধ হয়ে ক্লাসে ঢোকার চেষ্টা করে। ক্লাসে থাকা ইংরেজি বিষয়ের শিক্ষক দেবাশীষ বাধা দেয়। এ সময় ক্ষিপ্ত হয়ে বখাটেরা ওই শিক্ষককে লাঞ্ছিত করে। দশম শ্রেণির ছাত্ররা প্রতিরোধের চেষ্টা করলে তাদের ওপর হামলা চালানো হয়। সাইদ, রাজুসহ ৪ ছাত্রকে পিটিয়ে আহত করা হয়। পরে শিক্ষকরা সম্মিলিতভাবে ৪ জনকে আটক করে পুলিশে দেয়। পুলিশ তাদের আনতে গেলে প্রভাবশালী একটি মহল ঢাল-ভেলা নিয়ে আটকদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে পরিস্থিতি শান্ত করে। আহত ছাত্রদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে ফের হামলার ভয়ে তারা  হাসপাতালে ছেড়ে পালিয়ে গেছে। শ্রেণি শিক্ষক দেবাশীষ বলেন, তার ক্লাস চলাকালীন জোরপূর্বক ছাত্রদের তুলে নেওয়ার চেষ্টা করে বহিরাগত ৬ যুবক। এ সময় তারা আমাকে লাঞ্ছিত করে এবং চার ছাত্রকে পিটিয়ে আহত করে। ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও দুধসর ইউনিয়নের চেয়ারম্যান সায়ুব আলী জোয়ার্দার জানান, তেমন কিছু হয়নি। ভুল বোঝাবুঝি হয়েছে। মিটিয়ে ফেলার চেষ্টা করছি। ওসি তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর