মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

শার্শা ও বেনাপোল ভিক্ষুকমুক্ত ঘোষণা

বেনাপোল প্রতিনিধি

খুলনা বিভাগকে ভিক্ষুকমুক্তকরণের অংশ হিসেবে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। শার্শা উপজেলা পরিষদ চত্বরে খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ গতকাল এ ঘোষণা দেন।

শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে ভিক্ষুকমুক্ত ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আনিসুর রহমান, শার্শার ইউএনও আবদুস সালাম ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মনজু। প্রধান অতিথি ভিক্ষাবৃত্তি ছেড়ে ভিক্ষুকদের খেটে খাওয়ার পরামর্শ দেন। এ সময় তিনি উপস্থিত ১৮২ ভিক্ষুককে ১৯টি সেলাই মেশিন, ১০টি করে মুরগিসহ ১৬টি মুরগির ঘর, ১০৫টি ছাগল, দুটি গরু ও ২২টি ভ্যান তুলে দেন। ভিক্ষুকরাও প্রতিশ্রুতি দেন এখন থেকে তারা আর কারও কাছে হাত পাতবেন না। এদিকে বেলা ৩টায় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১৩৩ ভিক্ষুককে পুনর্বাসন করে বেনাপোল পৌরসভাকেও ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন আবদুস সামাদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর