মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সাভারে সড়ক দুর্ঘটনায় শ্রমিকসহ নিহত ২

প্রতিদিন ডেস্ক

ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শ্রমিকসহ দুজন নিহত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম ও বরগুনার আমতলীতে সড়কে প্রাণ হারিয়েছেন দুজন। এছাড়া চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়েছেন ১২ জন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— ঢাকার সাভার ও আশুলিয়ায় গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় শ্রমিকসহ দুজন নিহত হয়েছেন। জানা যায়, ভোরে কারখানা শ্রমিক ইদ্রিস ফজরের নামাজ শেষে আশুলিয়ায় এলাকার নবীনগর-চন্দ্রা সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ইদ্রিসের মৃত্যুর খবর সহকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা নবীনগর-চন্দ্রা সড়ক কিছুক্ষণ অবরোধ করে রাখেন। এদিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারে হেমায়েতপুরে বাসচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হয়েছেন আরও দুজন। সকাল ১০টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম : নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট ফায়ার সার্ভিসের সামনে গতকাল ট্রাকচাপায় মোহাম্মদ মুন্না নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মুন্না হাটহাজারী থানাধীন কুয়াইশ এলাকার ইউসুফের ছেলে। আমতলী : বরগুনার আমতলী-কলাপাড়া সড়কের খুড়িয়া খেয়াঘাট নামক স্থানে গতকাল ট্রাক চাপায় হামিদা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার চলাভাঙ্গা গ্রামে। জানা যায়, বিকালে খুড়িয়া খেয়াঘাট পয়েন্টে হামিদা রাস্তা পারাপারের সময় কলাপাড়া থেকে আসা মালবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের ভালাইপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১২ জন আহত হয়েছেন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর