মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

‘কাপ্তাই হ্রদের অস্তিত্ব রক্ষায় জাঁক অপসারণ করতে হবে’

রাঙামাটি প্রতিনিধি

কাপ্তাই হ্রদের অস্তিত্ব রক্ষায় জাঁক অপসারণ করতে হবে বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। তিনি বলেন, একটা সময় কাপ্তাই হ্রদের যে ঐতিহ্য ছিল তা এখন নেই। অযত্ন, অবহেলার কারণে বিলীন হয়ে গেছে হ্রদের রূপবৈচিত্র্য। হ্রদের গভীরতা হ্রাস, পানি ও পরিবেশ দূষণের কারণে মাছের প্রাকৃতিক প্রজনন হুমকির মুখে পড়েছে। তাই যত দ্রুত সম্ভব হ্রদ বাঁচাতে এখনই উদ্যোগ নিতে হবে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় গতকাল বৃষকেতু চাকমা এ কথা বলেন।

এ সময় রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন চৌধূরী, জেলা বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শহিদ উল্লাহ, সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর