শিরোনাম
মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

হাসপাতালের জায়গা বন্দোবস্তে হাই কোর্টের আদেশ অমান্য

পাবনা প্রতিনিধি

পাবনা মানসিক হাসপাতালের জায়গা অবৈধ বন্দোবস্তের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ‘সৎসঙ্গ বাংলাদেশ’। গতকাল দুপুরে পাবনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে কয়েকশ লোক অংশ নেন।

বক্তারা বলেন, পাবনা মানসিক হাসপাতাল সংলগ্ন ৬২ শতাংশ জমি শ্রী শ্রী ঠাকুর অনূকুল চন্দ্রের জন্মভিটা। এ পুণ্যভূমিতে ঠাকুরের স্মৃতিতে একটি মন্দির করার জন্য ১৯৬৮ সাল থেকে সৎসঙ্গ বাংলাদেশ দাবি করে আসছে। এ নিয়ে হাই কোর্টে মামলা চলমান। কিন্তু কোনো ধরনের আইনি বৈধতা ও পূর্বঘোষণা ছাড়াই পাবনা জেলা প্রশাসক গত ১১ মার্চ রাতের আঁধারে ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমের অনুকূলে ১৫ শতক জায়গা বুঝিয়ে দেন। সৎসঙ্গ বাংলাদেশ এ পুণ্যভূমির একমাত্র বৈধ দাবিদার হলেও জেলা প্রশাসন গোপনে ঠাকুর অনুকূল চন্দ  আশ্রম কর্তৃপক্ষকে এ জায়গা দিয়ে আদালতের আদেশ অমান্য করেছেন। উল্লেখ্য, গত ১১ মার্চ গভীর রাতে পাবনা মানসিক হাসপাতালের ১৫ শতাংশ জায়গা দখল নেয় ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের ভক্তরা। এ দখলকে অবৈধ উল্লেখ করে, প্রতিবাদে ১৬ মার্চ জেলা শহরে মানববন্ধন করে পাবনা মানসিক হাসপাতাল কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর