মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা
স্কুলছাত্রী চাঁদনি হত্যা

তদন্ত শেষ হয়নি দুই বছরেও

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে আলোচিত স্কুলছাত্রী চাঁদনি হত্যার দুই বছর পার হলেও এখনো তদন্ত শেষ করতে পারেনি তদন্তকারী সংস্থা সিআইডি। তদন্তকারী কর্মকর্তা (সিআইডির) মনির হোসেন জানান, তদন্ত চলছে। মামলার অগ্রগতি আছে। তদন্ত শেষ করতে আরও কিছু সময় লাগতে পারে। খুনিদের বিচার চেয়ে বাবা আলী আজগর বলেন, ‘মেয়ে হত্যার দুই বছর হয়ে গেছে। এখনও মামলাটি তদন্ত করে চার্জশিট দিতে পারেনি সিআইডি। কবে আদালতে চার্জশিট দেবে, কবে বিচার পাবো।’ জড়িতরা প্রভাবশালী হওয়ায় তদন্ত শেষ হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। উল্লেখ্য, ২০১৫ সালের ১১ মার্চ শরীয়তপুরের জাজিরা উপজেলার ছোট মুলনা গ্রামের চাঁদনি আক্তার (১৪) স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। তিন দিন পর এলাকার একটি খালের পাড় থেকে উদ্ধার করা হয় তার লাশ। ময়নাতদন্ত রিপোর্টে বেরিয়ে আসে চাঁদনিকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা করেন ছাত্রীর বাবা। খুনিদের বিচার দাবিতে তখন মানববন্ধন, বিক্ষোভ-মিছিল করেন শরীয়তপুরবাসী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর