মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সোহাগপুরের বিধবাদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ

নালিতাবাড়ী প্রতিনিধি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সোহাগপুর গণহত্যায় স্বামী হারানো ৩০ জন বিধবার মধ্যে গতকাল জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শাড়ি ও কম্বল বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে ২৫ জুলাই পাকিস্তানি হানাদার বাহিনী এদেশীয় রাজাকারদের সহযোগিতায় উপজেলার কাঁকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামে গণহত্যা চালায়। সে সময় পাকসেনারা নিরস্ত্র ১৮৭ জন গ্রামবাসীকে হত্যা করে। এ সময় ৬২ জন নারী বিধবা হন। এখন বেঁচে আছেন ৩০ নারী। তাদের জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০টি কম্বল, ৩০টি শাড়ি ও দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান সোমবার দুপুরে সোহাগপুর বিধবাপল্লীতে উপস্থিত হয়ে বিধবা নারীদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিয়াউল হোসেন ও ইউএনও তরফদার সোহেল রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সোহাগপুর শহীদ পরিবার কল্যাণ সমিতির সভাপতি মো. জালাল উদ্দিন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর