শিরোনাম
মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

এক পলক

শ্রীপুর পৌর ছাত্রলীগের কমিটি গঠন

গাজীপুরে শ্রীপুর পৌর ছাত্রলীগের নয়া কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। হাবিবুর রহমান রনিকে সভাপতি ও জাহিদ হাসান রিমনকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ১০ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়া হয়। সোমবার বিকালে জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন কমিটির অনুমোদন দেন। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রাসেল প্রধান, মাসুদ রানা মাসুম, যুগ্ম প্রকৌশলী আবুল বাশার, হামিদুল ইসলাম, শাকিল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা সাদ্দাম, রিদোয়ান হাসান সুমন, মোস্তাকিম আহাম্মেদ। —শ্রীপুর প্রতিনিধি

সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় দাবি

পঞ্চগড়ে বিশ্ব নাট্যদিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নাট্য সংগঠন ‘ভূমিজ’র আয়োজনে শোভাযাত্রা ও পঞ্চগড়ে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে নানা কর্মসূচির মাধ্যমে  দিবসটিকে উদযাপন করে ভূমিজ সহ জেলার সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন— শফিকুল ইসলাম, মিজানুর রহমান বাবলু, প্রহ্লাদ চন্দ  বর্মণ, আকতারুন্নাহার সাকি, শহীদুল ইসলাম শহীদ প্রমুখ। —পঞ্চগড় প্রতিনিধি

সোহাগপুরের বিধবাদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সোহাগপুর গণহত্যায় স্বামী হারানো ৩০ জন বিধবার মধ্যে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শাড়ি ও কম্বল বিতরণ করা হয়েছে। ইউএনও তরফদার সোহেল রহমান গতকাল দুপুরে সোহাগপুর বিধবাপল্লীতে উপস্থিত হয়ে বিধবা নারীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিয়াউল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন মো. জালাল উদ্দিন।

—নালিতাবাড়ী প্রতিনিধি

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

শরীয়তপুর জেলা পরিষদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা  পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের  সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার। মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন পাইকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক অনল কুমার দে, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের কমান্ডার মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার খান প্রমুখ।

—শরীয়তপুর প্রতিনিধি

সিরাজগঞ্জে কৃষি প্রযুক্তি মেলা

পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আধুনিক কৃষি প্রযুক্তির ধারণা কৃষক এবং জনগণের মধ্যে ছড়িয়ে দিতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে সিরাজগঞ্জে পাঁচ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। গতকাল সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা বেগম ও জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দিকা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের  উপপরিচালক কৃষিবিদ মো. আরশেদ আলী, ইউএনও ব্রেনজং চাম্বুগং ও সহকারী উপ-পরিচালক ওমর আলী প্রমুখ। —সিরাজগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর