মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ফসলি জমির মাটি বিক্রি করতে বাধ্য হচ্ছে কৃষক

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে দুই শতাধিক ইটভাটার খোরাক এখন কৃষকদের ফসলি জমির মাটি। ইচ্ছা না থাকা সত্ত্বেও কৃষক তাদের জমির মাটি বিক্রি করতে বাধ্য হচ্ছে।

জমির মালিকরা অভিযোগ করে বলেন, জমির পাশে পুকুর খনন করার বিষয়গুলো স্থানীয় প্রশাসনকে জানানো হলেও কোনো লাভ হচ্ছে না। জানা গেছে, ধামরাইয়ের ১৬টি ইউনিয়নে প্রায় দুই শতাধিক ইটভাটা রয়েছে। ওই ভাটার ইট তৈরি মাটির যাচ্ছে বিভিন্ন ফসলি জমি থেকে। এতে ধামরাইয়ে ফসলের উৎপাদন কমছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কৃষক কান্নাজড়িত কণ্ঠে জানান, বাপ-দাদারা জমিতে ফসল উৎপাদন করেছে। আর সেই জমির মাটি আমরা বিক্রি করতে বাধ্য হচ্ছি। প্রতিবাদ করেও টিকতে পারছি না। উপজেলা কৃষি কর্মকর্তা লুত্ফর রহমান শিকদার কৃষকরা ফসলি জমির মাটি বিক্রি করতে বাধ্য হচ্ছে এমন কথার সত্যতার স্বীকার করে জানান, প্রশাসন জোর পদক্ষেপ গ্রহণ না করলে ধামরাইয়ের সোনার জমির ফসল উৎপাদন শেষ করে ফেলবে ইটভাটায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর