বুধবার, ২৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

আট দফা দাবি আদায়ে রাস্তায় পৌর কর্মকর্তা-কর্মচারীরা

তুলে ধরেন দুর্বিষহ জীবনের চিত্র

প্রতিদিন ডেস্ক

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা প্রদান ও বকেয়া বেতন-ভাতা পরিশোধ, পেনশন সুবিধাসহ আট দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল সারা দেশে অবস্থান কর্মসূচি, মিছিল সমাবেশ করেছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় বক্তারা বলেন, মাসের পর মাস বেতন না পাওয়ায় পরিবার নিয়ে তারা দুর্বিষহ জীবনযাপন করছেন। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে বড় ধরনের কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— যশোর : দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। অবস্থান কর্মসূচি চলাকালে শতাধিক পৌর কর্মকর্তা-কর্মচারী তাদের দাবির পক্ষে স্লোগান দেন। নেতারা বলেন, এমনিতেই পেনশন সুবিধা নেই। তার ওপর ২২ মাস বেতন বন্ধ। এ অবস্থায় তারা মানবেতর জীবনযাপন করছেন। আগামী ১৫ এপ্রিল ঢাকায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা দেন। রাজশাহী : নগরীর কোর্ট শহীদ মিনার চত্বরে মানববন্ধন কর্মসূচি থেকে রাজশাহী বিভাগের ১৯ হাজার কর্মকর্তা-কর্মচারীকে রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন মো. রোকনুজ্জামান, মাসুদ রানা, খায়রুল ইসলাম, আকরাম। বগুড়া : বেলা ১২টায় বগুড়া পৌরসভা কার্যালয়ের সামনে কয়েকশ কর্মকর্তা-কর্মচারী মানববন্ধনে অংশ নেন। বক্তৃতা করেন— মেহেদী হাসান, নজরুল ইসলামসহ প্রমুখ। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। মাগুরা : পৌরসভার সামনে মানববন্ধন শেষে সমাবেশে আলমগীর হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আবদুল হান্নান, শাহিনুর রহমান শিপলু, আবদুর রাজ্জাক। বক্তারা মাসের পর মাস বেতন না পাওয়া এবং তাদের দুর্বিষহ জীবনের কথা তুলে ধরেন। ঠাকুরগাঁও : জেলা শহরের চৌরাস্তায় মানববন্ধনে রাশেদুল আলম, হামিদুর রহমান, হাবিব মোহাম্মদ হাসানুর রহমান পাপ্পু প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে পৌরসভা চত্বর থেকে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে। পাবনা : পাবনা পৌরসভার মূল ফটকে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার সব পৌরসভার কর্মকর্তা কর্মচারী অংশ নেন। পরে সমাবেশে বক্তব্য দেন, মতিউর রহমান, নজরুল ইসলাম, জিয়াউল ইসলাম, দুলাল হোসেন। বক্তারা বলেন, পৌর নাগরিকদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন সেবা দিয়েও তারা বেতন-ভাতার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। নোয়াখালী : বেলা ১১টায় ডিসি কার্যালয়ের সামনে মানববন্ধনে জাকের হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শ্যামল কুমার দত্ত, আবদুল কাইয়ুম, বাবু সুজিত বড়ুয়া প্রমুখ। বক্তারা অবিলম্বে পৌর কর্মকর্তা-কর্মচারীদের রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতাদি প্রদান ও পেনশন প্রথা চালুর দাবি জানান। মৌলভীবাজার : জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে কর্মকর্তা-কর্মচারীরা মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি দেন। চাঁদপুর : দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন চাঁদপুরের সব পৌরসভার কর্মকর্তা-কর্মচারী। পরে তারা অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ হোসেনের কাছে স্মারকলিপি দেন। খাগড়াছড়ি : খাগড়াছড়ি পৌর শহরের শাপলা চত্বরে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম। জামাল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অংক্য মং মারমা, দীলিপ কুমার দাশ, অনিল ত্রিপুরা প্রমুখ। ঝালকাঠি : স্থানীয় প্রেস ক্লাবের সামনে ঝালকাঠি ও নলছিটি পৌরসভার শতাধিক কর্মকর্তা-কর্মচারী মানববন্ধনে অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন, আবু হানিফ, নুরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন কর্মকর্তা-কর্মচারীদের মাসের পর মাস বেতন হচ্ছে না। গোপালগঞ্জ : স্থানীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে সেখানে কেজিএম মাহামুদের সভাতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে তারা মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে ডিসি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

দিনাজপুর : দিনাজপুর পৌরসভার সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে মজিবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন রেহাতুল ইসলাম খোকা, নুরুল হুদা, হাবিবুর রহমান, বদিউজ্জামান ফারুকী জুয়েল। মানববন্ধনে বিরামপুর, পার্বতীপুর, বীরগঞ্জ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

ময়মনসিংহ : দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ আহাম্মেদ খানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিল্লাল হোসেন, হাবিবুর রহমান, আতাউর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর