বুধবার, ২৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

শিল্প ও বাণিজ্য মেলার নামে প্রকাশ্যে রমরমা জুয়া

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলায় র‌্যাফেল ড্র’র নামে প্রকাশ্যে চলছে রমরমা জুয়ার আসর। গত ১৮ মার্চ এ মেলা শুরু হয়। চলবে ৪৫ দিন। গোপালগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির ব্যানারে মেলা হলেও সবকিছু নিয়ন্ত্রণ করছেন নিউ একতা র‌্যাফেল ড্র-এর মালিক জাহাঙ্গীর শেখ। জানা যায়, প্রতিদিন র‌্যাফেল ড্র’র লটারির প্রায় ১২০টি বক্স সকাল রাত ৮ পর্যন্ত গোপালগঞ্জ শহর-গ্রামে পাঠিয়ে মাইকিং করে কুপন বিক্রি করা হচ্ছে। প্রতিটি কুপনের মূল্য ২০ টাকা। দিনে প্রায় ১৫ লাখ টাকার কুপন বিক্রি হচ্ছে। পুরস্কার দেওয়া হয় ২-৩ লাখ টাকার। র‌্যাফেল ড্র’র নামে সাধারণ মানুষকে পুরস্কারের প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। এ ব্যাপারে নিউ একতা র‌্যাফেল ড্র’র মালিক জাহাঙ্গীর সেখ মুঠোফোনে জানান, বাণিজ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা প্রশাসন থেকে অনুমতি নিয়েই র‌্যাফেল ড্র পরিচালনা করা হচ্ছে। শিল্প ও বাণিজ্য মেলার প্রচারের জন্যই শহর থেকে গ্রাম পর‌্যায়ে র‌্যাফেল ড্র’র কুপন বিক্রি করা হচ্ছে। গোপালগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি কাজী জিন্নাত আলী জানান, শিল্প ও বাণিজ্য মেলার শর্ত ভঙ্গ করে র‌্যাফেল ড্র করা হলে স্থানীয় প্রশাসন তা দিতে পারে। জেলা প্রশাসক মোখলেসুর রহমান জানান, শিল্প ও বাণিজ্য মেলার মধ্যে র‌্যাফেল ড্র করতে পারবে। তবে শহর, গ্রামে মাইকিং করে এবং স্থানীয় ক্যাবল অপারেটরদের মাধ্যমে ডিস লাইনে সরাসরি র‌্যাফেল ড্র’র কুপন বিক্রি ও প্রচার করা যাবে না। তিনি বলেন, ইতিমধ্যে র‌্যাফেল ড্র বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর