বুধবার, ২৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

স্ট্রিয়ারিংয়ে ‘ঘুমে’ চালক ট্রাক দোকানে

সড়ক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে নিহত ৪

প্রতিদিন ডেস্ক

শরীয়তপুরে ঘুম ঘুম চোখে ট্রাক চালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে দোকানে ঢুকে যায়। এ সময় ট্রাকচাপায় একজন নিহত ও দুজন আহত হন। এছাড়া ঝিনাইদহ, ফরিদপুরের ভাঙ্গা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজনের প্রাণহানি ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো খবর— শরীয়তপুর : জেলা সদরের ঋষিপাড়া এলাকায় গতকাল ভোরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে যায়। এ সময় ফজর নামাজ পড়তে বের হওয়া ফজলুল হক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিস ট্রাকের ভিতর আটকে পড়া চালক ইয়াসিন ও হেলপারকে আহতাবস্থায় উদ্ধার করেন। ঘুম ঘুম চোখে ট্রাক চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছেন চালক। ঝিনাইদহ : ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে হেলপার আসাদ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। ঝিনাইদহ-যশোর মহাসড়কের লাউদিয়া নামক স্থানে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাদের বাড়ি যশোর কোতয়ালি থানার বেজপাড়া গ্রামে। ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার কৈডুবী নামক স্থানে সোমবার রাতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান ট্রাকচালক সুজন। তার বাড়ি ঢাকার ডেমরায়। রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাড়িচাপায় হামিদা বেগম নামে এক নারী কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। উপজেলার ভুলতা গাউছিয়া কাপড়ের বাজারের সামনের ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল ঘটে এ দুর্ঘটনা।  নিহত হামিদা বেগম কুমিল্লার দাউদপুর থানার হোসেন্দী এলাকার স্বপন মিয়ার স্ত্রী।

সর্বশেষ খবর