বুধবার, ২৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রশিবপুড়া গ্রামে চাঁদা না পেয়ে নির্মাণাধীন একটি বাড়ি ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। এ সময় নির্মাণ শ্রমিকদের মারধর, নগদ টাকা ও একটি মোটরসাইকেল নিয়ে যায়। এক শ্রমিককে তুলে নিয়ে যায় বলেও অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাতে। এ ঘটনায় গতকাল থানায় মামলা হয়েছে। ভাঙ্গা থানার এসআই মোজাফফর হোসেন জানান, আসামিদের আটকের চেষ্টা চলছে। এলাকাবাসী, পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্র জানায়, স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম ৮-৯ মাস আগে ১৭ শতাংশ জায়গা কেনেন। এরপর মাটি ভরাট করে বাড়ি নির্মাণ কাজ শুরু করেন। কাজ শুরুর পর থেকেই কয়েক সন্ত্রাসী চাঁদা দাবি করে শফিকুলের কাছে। চাঁদা দিতে অস্বীকার করলে তাকে মেরে ফেলারও হুমকি দেয়। এরই মধ্যে নির্মাণাধীন ওই বাড়িতে সোমবার রাত ২টার দিকে ৩০-৩৫ সন্ত্রাসী হামলা চালিয়ে দেয়াল ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় তুলে নিয়ে যাওয়া এক শ্রমিকের গতকাল পর্যন্ত খোঁজ মেলেনি। তবে বাড়ি ভাঙচুরের ঘটনাটিকে ‘নাটক’ বলে জানিয়েছেন অভিযুক্ত শাহজাহান, শাহা আলী, শাহাবুদ্দিন।

সর্বশেষ খবর