বুধবার, ২৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা
নরসিংদী সদর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

প্রার্থী হয়েছেন ছিনতাইকারী মাদক ব্যবসায়ী!

সঞ্জীত সাহা, নরসিংদী

সাত বছর পর আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে নরসিংদী সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলন ঘিরে উজ্জীবিত সংগঠনের নেতা-কর্মীরা। দলীয় নীতি-নির্ধারক ও হাই কমান্ডে তদবিরে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য পদপ্রত্যাশীরা। অভিযোগ আছে গুরুত্বপূর্ণ পদ পেতে প্রতিযোগিতায় নেমেছেন ছিনতাইকারী-মাদক ব্যবসায়ীও। সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা একে অপরের বিরুদ্ধে এমন অভিযোগ করেন। নেতা-কর্মীর ভাষ্য, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগে ‘কাউয়া’ ভর করেছে। অবৈধ টাকা আর ক্ষমতার দাপটে পদ বাগিয়ে নিতে চাইছেন তারা। স্বেচ্ছাসেবক লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সভাপতি পদে মনিরুজ্জামান ভূইয়া মনিরের নাম শোনা যাচ্ছে। সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে রাসেল মাহমুদ, জাকির হোসেন ও শ্রীকান্ত দাশ মানিকের নাম। একাধিক প্রার্থী অভিযোগ করেন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী শ্রীকান্ত দাশ মানিক ও তার পরিবার পলাশ উপজেলার আমদিয়া-পাকুরিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক বিক্রির অপরাধে মানিকের বাবা জেলও খেটেছেন। অপর সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাকির হোসেন মাধবদী সোনার বাংলা মার্কেটে দুই লাখ টাকা ছিনতাইকালে হাতেনাতে ধরা পড়েছিলেন। এমন ব্যক্তিরা যদি আওয়ামী লীগে প্রতিষ্ঠিত হন তাহলে ত্যাগী নেতারা দলে থাকবেন না। তবে ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে জাকির হোসেন বলেন, ‘শ্রীকান্ত দাশ মানিক সরাসরি মাদক ব্যবসায়ায় যুক্ত। তার বাবাও এ ব্যবসা করতেন। আমার কোনো বদনাম নেই।’ শ্রীকান্ত দাশ মানিক বলেন, ‘একটা ষড়যন্ত্র হচ্ছে। দলীয় নীতিনির্ধারকদের কাছ থেকে আমাকে দূরে সরাতেই এই অপপ্রচার।’ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম বলেন, দলের প্রতি নিবেদিত প্রাণ ও পরিচ্ছন্ন নেতা-কর্মীকেই দল থেকে মূল্যায়ন করা হবে।

সর্বশেষ খবর