বুধবার, ২৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

জুয়া খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, নিহত ১ আহত ৩০

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজারে জুয়া খেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও আহত হয়েছেন ৩০ নারী-পুরুষ। সংঘর্ষের সময় ভাঙচুর করা হয়েছে ১৫-২০ ঘরবাড়ি। সোমবার বিকাল ও গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে উপজেলার বাহেরচর ও নয়নাবাদ গ্রামের লোকদের মধ্যে এই সংঘর্ষ হয়। নিহতের নাম নাজমুল। তিনি নয়নাবাদ গ্রামের জহিরের ছেলে ও হাজী বেলায়েত হোসেন কলেজের ছাত্র ছিলেন। আহতদের আড়াইহাজার স্বাস্থ্য কেন্দ্রে ও সোনারগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ গ্রামের জসিম ও বাহেরচর গ্রামের জাকিরের মধ্যে সোমবার বিকালে জুয়া খেলাকে কেন্দ্র করে হাতাহাতি হয়। এই নিয়ে গতকাল সকালে উভয় গ্রামের মানুষ মাইকে ঘোষণা দিয়ে ধারালো দা, ছুরি, টেঁটা, বল্লম নিয়ে নয়নাবাদ চকে মুখোমুখি অবস্থান নেন এবং সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে নয়নাবাদ গ্রামবাসী পিছু হটলে বাহেরচরের লোকজন তাদের গ্রামে ঢুকে পড়ে কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে। আহতদের মধ্যে দুজন টেঁটাবিদ্ধ হন। এদের মধ্যে নাজমুলকে (১৭) ঢাকা মেডিকেলে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উত্তেজনা বিরাজ করছে আশপাশের গ্রামে।

সর্বশেষ খবর