বুধবার, ২৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

আলীগঞ্জ মাঠ নিয়ে উত্তেজনা বাড়ছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

হাইকোর্টে দুটি রিটের নিষ্পত্তি না করে নারায়ণগঞ্জের ফতুল্লার ঐতিহ্যবাহী আলীগঞ্জ খেলার মাঠ ও তত্সংলগ্ন এলাকায় উচ্ছেদের পরিকল্পনা করছে গণপূর্ত বিভাগ। আজ বুধবার সকালে অভিযান চালানোর কথা। এ খবরে স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছে। এদিকে মাঠটি রক্ষার দাবিতে আন্দোলনকারীরা বলছেন, স্থানীয় এমপি ও জেলা প্রশাসক আমাদের আশ্বস্ত করেছেন মাঠটি মাঠই থাকবে। জানা গেছে, ২০১৬ সালের ২২ মার্চ একনেকের বৈঠকে নারায়ণগঞ্জের আলীগঞ্জ খেলার মাঠে সরকারি কর্মকর্তাদের জন্য ১৫ তলা আটটি আবাসিক ভবন নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে এসব ভবনে ৬৭২টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। এরপর থেকেই আলীগঞ্জ মাঠটি রক্ষার দাবিতে আন্দোলনে নামে সর্বস্তরের এলাকাবাসী ও ক্রীড়ামোদীরা। পরে ৭ এপ্রিল একনেকের সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেন আলীগঞ্জ                 ক্লাব ও আলীগঞ্জ হাইস্কুলের সভাপতি কাওসার আহমেদ পলাশ। জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, আলীগঞ্জ মাঠের আশপাশের এলাকায় যেখানে গণপূর্তের জমি রয়েছে সেখানে উচ্ছেদ পরিচালিত হবে। আলীগঞ্জ মাঠ ঠিকই থাকবে।

সর্বশেষ খবর