বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বগুড়ার অধিকাংশ তামাক পণ্যের মোড়কে নেই সচিত্র সতর্কবাণী

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া জেলায় স্থানীয়ভাবে উৎপাদিত অধিকাংশ তামাক পণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী নেই। যেকটি তামাকপণ্যে সচিত্র সতর্কবাণী ব্যবহৃত হচ্ছে তাও অস্পষ্ট, আকারে ছোট এবং ঝাপসা। যা সাধারণত মানুষের চোখে পড়ে না। তামাক নিয়ন্ত্রণে কর্মরত একটি সংস্থার বাজার জরিপ থেকে এসব তথ্য উঠে এসেছে। তামাক নিয়ন্ত্রণ আইনানুসারে ২০১৬ সালের ১৯ মার্চ থেকে সব তামাক পণ্যের মোড়কে সচিত্র সতর্কবাণী প্রদান বাধ্যতামূলক। কিন্তু বগুড়ায় উৎপাদিত অভিকাংশ তামাকপণ্যে সচিত্র সতর্কবাণী নেই। আবার যতটুকু আছে তাও বিধিসম্মত নয়। প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং আইনের যথাযথ প্রয়োগের অভাবে স্থানীয় কোম্পানীগুলো আইন লঙ্ঘন করেছে বলে মনে করেন অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) ও তামাক নিয়ন্ত্রণ কোয়ালিশনের সদস্যরা।

সর্বশেষ খবর