শিরোনাম
বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষকসহ নিহত ৫

প্রতিদিন ডেস্ক

গাজীপুর, কুষ্টিয়া, টাঙ্গাইল ও নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে এক শিশু ও একজন স্কুলশিক্ষক রয়েছেন। এছাড়া চট্টগ্রামে বাস খাদে পড়ে আহত হয়েছে ১৮ শিক্ষার্থী। প্রতিনিধিদের পাঠানো খবর— গাজীপুর : গাজীপুরে সালনায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম সুমন মিয়া (৬)। সে পটুয়াখালীর গলাচিপা থানার চরসিপা এলাকার মাইন উদ্দিনের ছেলে। মাইন উদ্দিন গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকেন। কুষ্টিয়া : কুষ্টিয়া-ঈশ্বরদী সড়কের ত্রিমোহনী এলাকায় গতকাল ট্রাকের ধাক্কায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুশিল কুমার মণ্ডল নিহত হয়েছেন। সুশিল মিরপুর উপজেলার কচুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। টাঙ্গাইল : টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাসচাপায় দুজন নিহত হয়েছেন। নরসিংদী : জেলা সদরের আমীরগঞ্জ এলাকায় গতকাল ট্রেনের ধাক্কায় এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতের নাম ইসমাইল ভূইয়া। তিনি সদর উপজেলার হোসেনপুর মধ্যপাড়ার জয়নাল উদ্দিনের ছেলে। চট্টগ্রাম : পটিয়ার শান্তির হাট এলাকায় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৮ শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সর্বশেষ খবর