বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

উপজেলা চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত তিন সাংবাদিক

বরগুনা প্রতিনিধি

সরকারি কর্মকর্তা, শিক্ষক ও নিরীহ রাখাইন নির্যাতনের পর এবার তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মিন্টুর হাতে গতকাল দুপুরে লাঞ্ছিত হলেন তিন সাংবাদিক। তারা হলেন নুরুজ্জামান ফারুক, মো. মিজানুর রহমান এবং খায়রুল ইসলাম। জানা গেছে, প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়ার ফুটেজ সংগ্রহ করার জন্য দুপুর ১২টার দিকে তালতলী উপজেলা নির্বাচন অফিসে যান নুরুজ্জামান ফারুক। তিনি সেখানে উপস্থিত জনতা ও প্রার্থীদের প্রতীক নিয়ে যাওয়ার ফুটেজ তোলার জন্য নির্বাচন অফিসের ওপরে ওঠেন। এমন সময় সেখানে তালতলী উপজেলা চেয়ারম্যান হঠাৎ নুরুজ্জামান ফারুককে এলোপাতাড়ি মারধর শুরু করেন। এ সময় উপজেলা চেয়ারম্যানের সঙ্গে থাকা আওয়ামী লীগ কর্মীরা তার ক্যামেরা ছিনিয়ে নিয়ে যান। এর আগে সাংবাদিক মিজানুর রহমান এবং খায়রুল ইসলাম নির্বাচন অফিসে গেলে উপজেলা চেয়ারম্যান, বাসার শিকদার, শামিম পাটোয়ারিসহ তার সাঙ্গোপাঙ্গরা এদের ওপর হামলা করে নগদ অর্থ, মোবাইল ফোন সেট, ক্যামেরা ও টেপ ছিনিয়ে নেন। এ বিষয়ে চেয়ারম্যান মিন্টু অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কারও গায় হাত তুলিনি। পুলিশ সুপার বিজয় বসাক বলেন, ‘তিন সাংবাদিককে মারধরের কথা শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর