বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

এক পলক

গণপূর্তের উচ্ছেদ

নারায়ণগঞ্জের ফতুল্লায় আলীগঞ্জে সরকারি কর্মকর্তাদের জন্য ভবন নির্মাণে ভূমি অবমুক্ত করতে ১৫টি পাথর ভাঙার মেশিন উচ্ছেদ করেছে গণপূর্ত বিভাগ। এ সময় মেশিনগুলোর আশপাশ থেকে আধাপাকা ও টিনের ঘরসহ ৩০-৩৫টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। র‌্যাব-পুলিশের সহযোগিতায় গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদের সময় কেউ বাধা দেননি।  —নারায়ণগঞ্জ প্রতিনিধি

দুই কোটি টাকার ইয়াবা জব্দ

ফেনীতে দুই কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা ট্যবলেটসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহীপাল এলাকা থেকে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তাদের আটক করা হয়। আটকরা হলেন— শাহাবুর আলী, শফিকুল ইসলাম ও মনিষা আক্তার মৌ। আটকদের বাড়ি রাজশাহী জেলায়।

—ফেনী প্রতিনিধি

৩৬ শিক্ষা প্রতিষ্ঠানে ব্যতিক্রমী অনুষ্ঠান

গোপালগঞ্জের ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে গতকাল শুরু হয়েছে দুই দিনব্যাপী ব্যতিক্রমী এক অনুষ্ঠান। ৫২-এর ভাষা আন্দোলন থেকে ৭১-এর মুক্তিযুদ্ধ ও দেশের জাতীয় অনুষ্ঠানের তাত্পর্য শিক্ষার্থীদের জানানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে ১৭ জন আলোচক, উদীচী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জেলা শিল্পকলা একাডেমীসহ ১০টি সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক পরিবেশনা থাকছে।

—গোপালগঞ্জ প্রতিনিধি

মেয়রের মনোনয়ন বাতিল

আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠেয় মেহেরপুর পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মোতাচ্ছিম বিল্লাহ মতুর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা নির্বচন কমিশনার। গতকাল নির্বাচন অফিসের সম্মেলনকক্ষে মনোনয়ন বাছাইয়ের সময় মতুর শিক্ষাগত যোগ্যতার তথ্য ও প্রার্থীর প্রস্তাবক বদরুজোদার স্বাক্ষরের গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে প্রার্থিতা ফিরে পেতে তিনি তিনি জেলা প্রশাসক বরাবর আপিল করতে পারবেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার রোকনুজ্জামান। বাকি তিন মেয়র প্রার্থী আওয়ামী লীগের মাহফুজুর রহমান রিটন, বিএনপির জাহাঙ্গীর বিশ্বাস ও স্বতন্ত্র প্রার্থী নিশান সাবেরের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। —মেহেরপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর