বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

চার বছর ধরে উদ্বোধনের অপেক্ষায় ট্রমা সেন্টার

ধামরাই প্রতিনিধি

ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধামরাইয়ে চার বছর ধরে উদ্বোধনের অপেক্ষায় আছে ট্রমা সেন্টার (অর্থোপেডিক্স হাসপাতাল)। ২০ শয্যার তিন তলাবিশিষ্ট এই হাসপাতালের নির্মাণ কাজ কয়েক বছর আগে শেষ হলেও এখনো চালু হয়নি চিকিংসাসেবা। এতে ধামরাইবাসী অর্থোপেডিক্স চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালটি চালু হলে মহাসড়কসহ অন্যান্য দুর্ঘটনায় আহত রোগীরা তাত্ক্ষণিক চিকিৎসাসেবা পাবেন। ফলে আশপাশের কয়েকটি উপজেলার মানুষ অল্প খরচে নিতে পারবেন আধুনিক চিকিৎসা। স্থানীয়রা জানান, চার বছর আগে হাসপাতালের ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হলেও আনুষ্ঠানিক উদ্বোধন না হওয়ায় চিকিৎসাসেবা চালু হচ্ছে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান টিএইচও ডা. মোয়াজ্জেম হোসেন খান বলেন, ‘ট্রমা সেন্টারটি কতদিনে চালু হবে তা আমি অবগত নই।’

সর্বশেষ খবর