শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

টাঙ্গাইলে হঠাৎ বাস ধর্মঘট, ভোগান্তি

টাঙ্গাইল প্রতিনিধি

মন্ত্রিসভায় নতুন অনুমোদন হওয়া পরিবহন শ্রমিক আইন বাতিলের দাবিতে গতকাল সকাল থেকে টাঙ্গাইলে বাস ধর্মঘট শুরু করেছেন শ্রমিকরা। পূর্ব ঘোষণা ছাড়া এই ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। জানা যায়, হঠাৎ করে বৃহস্পতিবার সকাল থেকে টাঙ্গাইল বাস টার্মিনালের শ্রমিকরা বাস, কোচ ও মিনিবাস বন্ধ করে দেয়। ফলে টাঙ্গাইলের সঙ্গে ঢাকা, উত্তরবঙ্গ ও ময়মনসিংহসহ সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। জেলার অভ্যন্তরীণ রুটেও বাস বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। টাঙ্গাইল বাস-কোচ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোমিনুল ইসলাম লাবলু জানান, সম্প্রতি সরকার পরিবহন শ্রমিকদের জন্য যে নতুন কঠোর আইন করেছে তার প্রতিবাদে সাধারণ শ্রমিকরা স্বেচ্ছায় মালিকদের কাছে গাড়ির চাবি বুঝিয়ে দিচ্ছেন। তারা জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাবেন না। শ্রমিকদের দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে।

সর্বশেষ খবর