শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

এক পলক

রেললাইনের পাশে যুবকের লাশ

ঢাকা-ময়মনসিংহ রেলরুটের গাজীপুর সিটি করপোরশনের দক্ষিণখান এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে দক্ষিণখান এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। তার পরনে নীল চেক লুঙ্গি ও জলপাই রংয়ের ফুলহাতা শার্ট রয়েছে। —গাজীপুর প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে শিগগিরই কৃষিভিত্তিক ইপিজেড

ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, শিগগিরই ঠাকুরগাঁওয়ে কৃষিভিত্তিক ইপিজেড নির্মাণ করা হবে। ইতিমধ্যে ইপিজেড নির্মাণের জন্য ২০০ একর জমির অধিকরণ চলছে। ইপিজেডে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। গতকাল ঠাকুরগাঁও সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি ও বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া মণ্ডল। —ঠাকুরগাঁও প্রতিনিধি

টাঙ্গাইলে হঠাৎ বাসধর্মঘট, ভোগান্তি

মন্ত্রিসভায় নতুন অনুমোদন হওয়া পরিবহন শ্রমিক আইন বাতিলের দাবিতে গতকাল সকাল থেকে টাঙ্গাইলে বাস ধর্মঘট শুরু করেছেন শ্রমিকরা। পূর্ব ঘোষণা ছাড়া এই ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। জানা যায়, হঠাৎ করে বৃহস্পতিবার সকাল থেকে টাঙ্গাইল বাস টার্মিনালের শ্রমিকরা বাস, কোচ ও মিনিবাস বন্ধ করে দেয়। ফলে টাঙ্গাইলের সঙ্গে ঢাকা, উত্তরবঙ্গ ও ময়মনসিংহসহ সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

—টাঙ্গাইল প্রতিনিধি

জঙ্গিবিরোধী মিছিল

ঢাকার ধামরাইয়ে গতকালও ১৬টি ইউনিয়ন থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা জঙ্গিবাদের বিরুদ্ধে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলা চত্বরে জড়ো হন। সেখানে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এসএম মৃদুল আল মামুন জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় তিনি বলেন, জঙ্গিবাদে বিরুদ্ধে শুধু ধামরাই নয় সারা দেশের ছাত্রলীগ গর্জে উঠেছে। তারা এখন পালানোর পথ পাবে না। রক্ষা পাবে না তাদের মদতদাতারা। —ধামরাই প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর