শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

‘আমাদের খেলতে দিন প্লিজ’

নারায়ণগঞ্জ প্রতিনিধি

‘আমাদের খেলতে দিন প্লিজ! সরকার চাচ্ছে প্রত্যেক জেলার প্রত্যেকটি ইউনিয়নে একটি করে খেলার মাঠের ব্যবস্থা করতে। সেখানে আপনারা খেলার মাঠ বিলীন করে দিচ্ছেন। খেলার মাঠ না পেয়ে  দিন দিন নেশাগ্রস্ত হয়ে পড়ছে ছোট ছোট ছেলেরা, ফেসবুকসহ নানা অ্যাপসে ব্যস্ত থেকে নৈতিকার স্খলন ঘটছে। একটি মাঠ থাকলে অন্তত উঠতি বয়সের শিশু-কিশোররা খেলায় ব্যস্ত থেকে খারাপ কাজ থেকে বিরত থাকবে। এ  মাঠ থেকে বহু জাতীয় দলের ফুটবলার ও ক্রিকেটার বের হয়েছে। সেই মাঠটিকে বিলীন করবে না।’ এ রকম আকুতি জানিয়ে নারায়ণগঞ্জ শহরের খানপুরে শত বছরের পুরনো ঐতিহাসিক বরফকল মাঠ খেলাধুলার জন্যই রাখার দাবিতে বৃহস্পতিবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। মানববন্ধনে ক্ষুদে খেলোয়াড়, সাবেক খেলোয়াড়, বিভিন্ন সামাজিক ক্লাবসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। তারা জেলা প্রশাসক মো. রাব্বী মিয়া, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমানসহ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সু-দৃষ্টি কামনা করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর