শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বিজিবির ভাসমান ক্যাম্প উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি

নারী ও শিশু পাচার রোধ,  অবৈধ অনুপ্রবেশ বন্ধ, চোরাচালান রোধ ও জলদস্যু নিয়ন্ত্রণে স্থাপন করা হয়েছে বিজিবির ভাসমান বিওপি ক্যাম্প।

বৃহস্পতিবার দুপুরে সুন্দরবনের গভীরে রায়মঙ্গল নদীর মোহনা সংলগ্ন আঠারোবেকি খালে রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির ভাসমান বিওপি-২-এর উদ্বোধন করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন এনডিসি, পিএসসি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই ভাসমান বিওপি ক্যাম্প উদ্বোধন করেন। উদ্বোধন পরবর্তী প্রেস ব্রিফিংয়ে বিজিবি মহাপরিচারক সাংবাদিকদের বলেন, ভাসমান ক্যাম্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়া বিস্তীর্ণ সুন্দরবনের সুরক্ষা  নিশ্চিত করতে এই ভাসমান বিওপি স্থাপনের প্রয়োজন ছিন বলে তিনি জানান।

সর্বশেষ খবর