শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ইউপি চেয়ারম্যানসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা, আটক ২

আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা

সাভার প্রতিনিধি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আশুলিয়ায় আওয়ামী লীগের এক কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় পুলিশ পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিউল আলম সোহাগসহ দুজনকে আটক করেছে।

থানা সূত্রে জানা গেছে, গতকাল রাতে আশুলিয়ার কুরগাঁও থেকে শফিউল আলম সোহাগকে আটক করা হয়। তার আটকে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের কর্মী আবদুর রহিম নিহত হওয়ার ঘটনায় গতকাল দুপুরে পাথালিয়ার ইউনিয়নের চেয়ারম্যানকে প্রধান আসামি করে ২৭ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। সাভার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, হত্যাকারী ইউপি সদস্য শফিউল আলম সোহাগ ও এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। সোহাগকে সাত দিনের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে। আশুলিয়া থানার ওসি তদন্ত শামীম আহম্মেদ বলেন, নয়ারহাট এলাকার ম্যাপ ডেনিম নামের একটি পোশাক কারখানার ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

সর্বশেষ খবর