শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭ ০০:০০ টা
ওসির আত্মহত্যা

দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার গাবতলী থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হাসানের মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে তার সাবেক দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন প্রথম স্ত্রী সুলতানা রাজিয়া। বুধবার রাতে এই মামলা করা হয়। মৃত্যুর আগে ওসি একটি সুসাইডাল নোট রেখে যান। সেখানে তার প্রথম স্ত্রীর কাছে ভুল-ত্রুটির জন্য ক্ষমা চেয়ে দুই সন্তানকে দেখে রাখার কথা উল্লেখ করেন। তার প্রথম স্ত্রী সন্তানদের নিয়ে রাজশাহীতে থাকতেন। ময়নাতদন্তের পর বুধবার রাতে বগুড়া থেকে ওসি হাসানের মরদেহ গ্রামের বাড়ি নাটোরের কদমতলা গ্রামে নেওয়া হয়। জানা যায়, ওসি হাসান এক বছর আগে দ্বিতীয় বিয়ে করেছিলেন। সে সময় তিনি পাবনায় ছিলেন। দ্বিতীয় স্ত্রীর নাম রুমানা আকতার মিতু। বাড়ি পাবনার সুজানগরে। পরে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়। অভিযোগ করা হয়েছে, মিতু মোবাইল ফোনে হুমকিসহ ব্ল্যাকমেইল করত। এ কারণে পারিবারিক অশান্তিতে ওসি হাসান মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। উল্লেখ্য, গলায় দড়ি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ওসি হাসানের ঝুলন্ত মৃতদেহ বুধবার থানা কম্পাউন্ড চত্বরের পাশে সরকারি বাসভবনে পাওয়া যায়। তিনি ওই সরকারি বাসায় একাই থাকতেন।

সর্বশেষ খবর