শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বেহাল দশা সোনাকাটা ইকোপার্কের

পাঁচ হরিণ ও দুই কুমির ছাড়া আর কোনো প্রাণী নেই

আমতলী প্রতিনিধি

বেহাল দশা সোনাকাটা ইকোপার্কের

সোনাকাটা ইকোপার্কে হরিণ —বাংলাদেশ প্রতিদিন

পটুয়াখালী উপবিভাগীয় বনাঞ্চল তালতলী রেঞ্জের অধীন সংরক্ষিত বনের ট্যাংরাগিরি বিটে সোনাকাটা ইকোপার্কটির বেহাল দশা। পার্কে পাঁচটি হরিন ও দুটি কুমির ছাড়া আর কোনো প্রাণী চোখে পরেনি। ভেঙে পরেছে অনেক স্থানে নিরাপত্তা বেষ্টনি। চলাচলের অযোগ্য হয়ে গেছে ইরোপার্কের ভেতরের রাস্তগুলোও। জানা যায়, নিদ্রাছকিনা টেংরাগিরি বিটে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং আমতলী উপজেলা পরিষদ দুই কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে গড়ে তুলে সোনাকাটা ইকোপার্ক। ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ওই সময় ইকোপর্কে দুটি কুমির, নয়টি হরিণ, ২৬টি শুকর, দুটি কচ্ছপ ও একটি মেছোবাঘ ছিল। সুষ্ঠু রক্ষেণাবেক্ষণের অভাবে পার্কটির বন্যপ্রাণি বিপন্নপ্রায়। অভিযোগ আছে, পর্যাপ্ত খাবার সরবরাহ না থাকায় অনেক প্রাণী পার্ক থেকে ছেড়ে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার সোনাকাটা ইকোপার্ক ঘুরে দেখা গেছে, তিন কিলোমিটার ব্যাসার্ধের পার্কটিতে হরিণ, শুকর, কুমির, বাঘের খাঁচাসহ বেষ্টনি রয়েছে। কিন্তু এসব বেষ্টনির মধ্যে পাঁচটি হরিণ ও দুটি কুমির ছাড়া আর কিছুই নেই। ভাঙা ও ফাটল ধরেছে বেশ কয়েকটি বেষ্টনিতে। বন বিভাগের ট্যংরাগিরি বিটের কর্মকর্তা সজীব কুমার কর্মকার জানান, প্রাণীদের জন্য খাদ্য সরবরাহে অর্থ বরাদ্দ না থাকায় শুকুর, মেছো বাঘ ও কচ্ছপ ছেড়ে দেওয়া হয়েছে। পার্কের সংস্কারের জন্য সরকারি কোনো বরাদ্দ নেই বলেও জানান এই কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর