শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ

লালমনিরহাট প্রতিনিধি

কুড়িগ্রামের সিনাই ইউনিয়নের ধরলা নদীর তীর থেকে শুরু করে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়ন থেকে কুলাঘাট ইউনিয়নের চরখাটামারী পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে কোনো বাঁধ না থাকায় প্রতি বছর বন্যার পানিতে ডুবে যায় ৫ গ্রামের শত শত বাড়িঘর। ক্ষতিগ্রস্ত হয় একরের পর একর জমির ফসল। এ ছাড়া প্রতি বছর নদীগর্ভে বিলীন হয়ে যায় নতুন নতুন এলাকা। বন্যা ও নদী ভাঙনের কবল থেকে এ এলাকার মানুষকে বাঁচাতে জরুরি হয়ে পড়ে একটি বাঁধ নির্মাণ। কিন্তু লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিয়ে এলেও বাঁধ নির্মাণের কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। ফলে এ বছর বর্ষা মৌসুমের আগেই স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা স্বেচ্ছাশ্রমে শুরু করেন প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ কাজ। সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে গতকাল সকালে প্রথম দিন এ বাঁধ নির্মাণ কাজে অংশ নেন কয়েকশ নেতা-কর্মী। বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু নিজেই মাটি বোঝাই টুকরি মাথায় নিয়ে এ কাজের উদ্বোধন করেন। মাটি কাটার কাজে অংশ নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, যুবদল সভাপতি আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সম্পাদক সাজু পাটোয়ারী, জেলা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন আহমেদ লিমনসহ কয়েকশ নেতা-কর্মী। এ ছাড়া সদরের মহেন্দ্রনগর থেকে বড়বাড়ী পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার রাস্তাটিও স্বেচ্ছাশ্রমে মেরামতের ঘোষণা দিয়েছে স্থানীয় বিএনপি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর