শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

টাঙ্গাইল ক্লাবে প্রতিদিন লাখ লাখ টাকার জুয়ার আসর

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল ক্লাবে প্রতিদিন বসছে লাখ লাখ টাকার জুয়ার আসর। তাস দিয়ে ওয়ান-টেন, তিন তাস, কাটাকাটিসহ নানা নামে চলছে এই জুয়া। জুয়ার লোভ সামলাতে না পেরে অনেকে পথে বসছেন। এতে পারিবারিক অশান্তিসহ সমাজে বাড়ছে নানা অসঙ্গতি। সাধারণ মানুষকে সর্বস্বান্ত করে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। অভিযোগ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তাদের ম্যানেজ করেই দিনের পর দিন চলছে এ সব কর্মকাণ্ড। জেলা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত অতি প্রাচীন টাঙ্গাইল ক্লাব। ক্লাবের কিছু অসাধু কর্মকর্তার লোভের কারণে ক্লাবের নিচতলা নামমাত্র ভাড়ায় জুয়া খেলার জন্য দেওয়া হচ্ছে। ভাড়ার টাকার নামে যতসামান্য ক্লাবে জমা হলেও মোটা অংক ভাগভাটোয়ারা হচ্ছে ওই সব কর্মকর্তার মধ্যে। তাদের নির্দেশেই জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জসিম খান, দুলাল, ক্লাবের পিয়ন আকতার ও আলী জুয়ার আসর পরিচালনা করে আসছে। বেলা ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত চলে আসর। প্রতিদিন ৭৫-৮০ জুয়াড়ি এতে অংশ নেন। এদের মধ্যে ব্যবসায়ী, চাকরিজীবী ও আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য রয়েছেন বলে জানা গেছে। প্রতিরাতে জুয়ার আসরে লেনদেন হয় ৫০-৫৫ লাখ টাকা। এ ব্যাপারে অভিযুক্ত জসিম খান জানান, জুয়ার সঙ্গে তিনি জড়িত নন। এটা ক্লাব কর্তৃপক্ষ চালাচ্ছে। দুলাল মিয়া বলেন, ‘আমি কলেজ পাড়ায় ফার্নিচারের ব্যবসা করি। আমার দোকানে দেখা করবেন। আর জুয়া এটা ক্লাব কর্তৃপক্ষ ও সকলকে ম্যানেজ করেই চলছে।’ অভিযোগ আছে, টাঙ্গাইল ক্লাব এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় বসছে জুয়ার আসর। পুলিশ মাঝেমধ্যে ধরপাকড় করলেও দু-এক দিন পর আবার পুরোদমে চালু হয়ে যায়।

সর্বশেষ খবর