শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

পাল্টে যাচ্ছে গ্রামীণ সড়কের দৃশ্যপট

অতিদরিদ্রদের কর্মসূচি বাস্তবায়ন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

পাল্টে যাচ্ছে গ্রামীণ সড়কের দৃশ্যপট

সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের কটাপুর-আনন্দবাজার রাস্তার সংস্কার চলছে —বাংলাদেশ প্রতিদিন

বগুড়ার সারিয়াকান্দিতে অতিদরিদ্রদের কর্মসৃজন কর্মসূচির মাধ্যমে চরাঞ্চলসহ বিভিন্ন সড়কে মাটি কাটার কাজ করে মানুষের চলাচলের উপযোগী করা হচ্ছে। এতে পাল্টে যাচ্ছে উপজেলার গ্রামীণ সড়কের দৃশ্যপট। বর্ষা মৌসুমে বিধ্বস্ত গ্রামীণ সড়ক সংস্কারের মাধ্যমে চলাচলের উপযোগী করা হচ্ছে। কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সামগ্রী সহজেই হাটবাজারে নিয়ে বিক্রি করতে পারছে। এতে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে। আশপাশের বিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপকৃত হচ্ছে।  প্রকল্পের মাটি কাটার কাজে নিযুক্ত টেংরাকুড়া গ্রামের সুবিধাভোগী ফকির আলী, আজিবর আলী বলেন, এ সময়  হাতে কোনো কাজ থাকে না। বেকার হয়ে বসে থাকতে হয়। সংসার চালানো কঠিন হয়ে পড়ে। দরিদ্র মানুষের জন্য সরকারের এ কর্মসূচি আমাদের উপকারে আসছে। পাকেরদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফুর রহমান ও বেড়াপাঁচ বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান বাদল বলেন, শাহ জালাল বাজার হতে পাকেরদহ রাস্তায় মাটি কাটার কাজ সম্পন্ন হলে শিক্ষক ও শিক্ষার্থীরা জামথল ঘাট হতে যানবাহনে করে স্কুলে যাতায়াত করতে পারবে। কাজলা ইউপি চেয়ারম্যান রাশেদ সরকার বলেন, এই কর্মসূচির মাধ্যমে হতদরিদ্র মানুষগুলোর কর্মের সংস্থান হয়েছে এবং তারা জীবিকা নির্বাহ করতে পারছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারওয়ার আলম বলেন, সরকারের অতিদরিদ্রদের কর্মসূচির মাধ্যমে অতিদরিদ্র মানুষগুলো উপকৃত হচ্ছে, পাশাপাশি গ্রামীণ রাস্তাঘাটেরও উন্নয়ন হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর