শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বাঞ্ছারামপুরে টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড ৫৭ পরিবার, ত্রাণ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়েছে ৮৮টি কাঁচাপাকা ঘর ও স্কুলভবন। উপড়ে গেছে ৫ শতাধিক গাছপালা, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৭টি পরিবার। ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার মতো। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আকানগর গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে গতকাল সকালে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

গতকাল সকালে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি চাল, একটি করে শাড়ি, লুঙ্গি ও কম্বল বিতরণ করা হয়। স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তাদানের জন্য উপজেলা প্রশাসনকে  নির্দেশ দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর