রবিবার, ২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

‘খালেদার মদদেই জঙ্গিবাদ’

ছাত্রলীগের সন্ত্রাস-জঙ্গিবিরোধী সমাবেশে বক্তারা

প্রতিদিন ডেস্ক

‘হঠাও জঙ্গি বাঁচাও দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সারা দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন-সবাবেশ করেছে ছাত্রলীগ। এ সময় বক্তারা বলেন, ‘খালেদা জিয়ার মদদেই দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে জঙ্গিরা। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই। ছাত্রলীগই জঙ্গিবাদ হটানোর মূল দায়িত্ব পালন করবে।’ নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

রাঙামাটি : রাঙামাটি সরকারি কলেজের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে কয়েকশ নেতা-কর্মী অংশ নেন।  এ সময় আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে সাইফুল ইসলাম রাসেদ, প্রকাশ চাকমা, সুলতান মাহমুদ বাপ্পা প্রমুখ বক্তৃতা করেন। বক্তরা বলেন, ‘জঙ্গি তাণ্ডবে দেশের বীর সৈনিকরাও প্রাণ হারিয়েছেন। অন্যান্য স্থানের মতো পার্বত্যাঞ্চলেও যাতে জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সচেতন হতে হবে।’ ঠাকুরগাঁও : সরকারি মহিলা কলেজের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন, আফসানা সিমু, শাম্মী আক্তার, কাজল ও বেলী। বক্তারা বলেন, বাংলাদেশে কোনো জঙ্গিবাদের স্থান নেই। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঐক্য গড়ে তুলে জঙ্গিবাদ নির্মূল করতে হবে। পাবনা : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধনে ছাত্রলীগ নেতা-কর্মীর পাশাপাশি শিক্ষকসহ কয়েকশ সাধারণ শিক্ষার্থী অংশ নেন। মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন আউয়াল কবির জয়, আব্দুল আলীম, কিসলু নোমান, রাশেদ কবির, ওলিউল্লাহ। উন্নয়ন বাধাগ্রস্ত করতে ইতিপূর্বেও খালেদা জিয়া জামায়াত-শিবিরকে সঙ্গে নিয়ে আগুন সন্ত্রাস করেছেন। এখন তার প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে জঙ্গিরা দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। কোনোভাবেই এ ধরনের কাজ করতে দেবে না ছাত্রলীগ। ময়মনসিংহ : নগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ও জিরো পয়েন্টে ছাত্রলীগ আলাদা মানববন্ধন করে। ফিরোজ জাহাঙ্গীর চত্বরে রকিবুল ইসলাম রকিবের এবং জিরো পয়েন্টে আব্দুল্লাহ আল মামুন আরিফ মানববন্ধনে নেতৃত্ব দেন। বক্তারা বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ছাত্রলীগ সর্বদা সোচ্চার। ছাত্রলীগই জঙ্গিবাদ হটানোর মূল দায়িত্ব পালন করবে।’ দিনাজপুর : জিলা স্কুলের সামনে পারভেজ আহমেদ চৌধুরী পরাগের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাব্বির আহম্মেদ সুজন, সৈকত পাল, মিথুন, আল মামুন প্রমুখ। বরিশাল: শেরেবাংলা মেডিকেলের সামনে মানববন্ধনে ডা. সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. ভাস্কর সাহা, ডা. শরফুজ্জামান রুবেল, ডা. তন্নী জাহানসহ অন্যরা। বক্তারা দেশব্যাপী জঙ্গিবাদ প্রতিরোধের জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মৌলবাদ ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধনে ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘মির্জা ফখরুল বলেছেন মিছিল-মিটিংয়ের সুযোগ না দেওয়ায় দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। তার এ কথায় বুঝা যায় বিএনপি জঙ্গিবাদকে মদদ দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’ মানববন্ধনে আরও বক্তব্য দেন গোলাম কিবরিয়া, সৈকত হোসেন, মিজানুল ইসলাম প্রমুখ। এছাড়া ঢাকার দোহার-নবাবগঞ্জ কলেজের সামনে মানববন্ধনে পনিরুজ্জামান তরুণ বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, ঠিক সেই সময় স্বাধীনতা ও দেশবিরোধী একটি চক্র জঙ্গিবাদের নামে দেশে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করছে। এ সময় উপস্থিত ছিলেন, ওয়াহিদুজ্জামান রনি, ইকরামুন নবী ইমু, সুজন বাবু প্রমুখ।

সর্বশেষ খবর