রবিবার, ২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

দুর্নীতি প্রতিরোধে শপথবাক্য পাঠ

প্রতিদিন ডেস্ক

‘দুর্নীতি হলে শেষ-নিজে বাঁচবো, বাঁচবে দেশ’ এই স্লোগানে সারা দেশে পালিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ। গতকাল শেষে দিনে বিভিন্ন স্থানে দুর্নীতিবিরোধী মানববন্ধন, শপথ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের খবর—

পটুয়াখালী : প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে উপস্থিত সবাইকে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান নীল কমল পাল। পরে র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে লঞ্চঘাট গিয়ে পথসভায় মিলিত হয়। একেএম শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাহেব আলী পাঠান। এছাড়া কেএম মেছবাহ উদ্দিন, কাজী সামশুর রহমান ইকবাল, স্বপন ব্যানার্জী প্রমুখ উপস্থিত ছিলেন। নীলফামারী : শহরের চৌরঙ্গি মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন এরশাদ আহসান হাবিব। আবুল কালাম মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে অধ্যক্ষ মোশাররফ হোসেন, শামসুননাহার শান্তি, নুর আলম বক্তব্য দেন। এর আগে দুর্নীতিবিরোধী র‌্যালি শহর প্রদক্ষিণ। বগুড়া : জেলা শহরের সাতমাথায় সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধনে বক্তৃতা করেন— আশরাফ উদ্দিন, মোজাম্মেল হক, মাহফুজ আরা মিভা প্রমুখ। সভাপতিত্ব করেন আব্দুর রহিম। বক্তারা বলেন দুর্নীতি প্রতিরোধে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। দিনাজপুর : প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে আলোচনা সভায় মোকাদ্দাস হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মো. আব্দুল করিম। উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম, হাবিবুল ইসলাম, ড. মারুফা বেগম প্রমুখ। এছাড়া দুর্নীতিবিরোধী র‌্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বদরগঞ্জ : রংপুরের বদরগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনারে মানববন্ধন করে। এ সময় আফজাল হোসেন প্রামাণিক, আতিকার রহমান প্রামাণিক, মুক্তিযোদ্ধা আ. সাত্তার প্রমুখ বক্তৃতা করেন। বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে মানববন্ধন শেষে আলোচনা সভায় অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটনের সভাপতিত্বে বক্তৃতা করেন— রওশন আরা পলি, নাইমা আফরোজ ইমা, আজাহারুল ইসলাম প্রমুখ। এছাড়া শেরপুরের নালিতাবাড়ী, বাগেরহাটের মোরেলগঞ্জ ও পটুয়াখালীর কলাপাড়ায় দুর্নীতিবিরোধী কর্মসূচি পালিত হয়েছে।

সর্বশেষ খবর