সোমবার, ৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

চীনা নাগরিক হত্যার দ্রুত বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে চীনা নাগরিক চেঙ হি সঙ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন তার স্বজনরা। হত্যাকাণ্ডের শিকার চেঙ হি সঙয়ের ভাই চেঙ জু শিঙ গতকাল দুপুরে যশোর প্রেস ক্লাবে সাংবাদিকদের বলেন, যশোরে তার ভাই খুন হওয়ার পর চার মাস পেরিয়ে গেলেও এ ঘটনার বিচার হওয়ার কোনো খবর না পাওয়ায় স্বজনরা হতাশ হয়ে পড়েছেন। কিন্তু তিনি যশোরে এসে এ মামলার খোঁজখবর নেওয়ার পর সন্তুষ্ট হয়েছেন। এখন তিনি এ মামলার দ্রুত বিচার দাবি করেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় চেঙ জু শিঙয়ের সঙ্গে চেঙ হি সঙয়ের দুই বন্ধু চেঙ জিন লঙ এবং শেন জিন ঝঙ উপস্থিত ছিলেন।

গত বছর ১৫ ডিসেম্বর যশোর উপশহর এলাকার একটি বাড়ি থেকে পুলিশ চীনা নাগরিক চেঙ হি সঙয়ের লাশ উদ্ধার করে। দুর্বৃত্তরা তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছিল। এ ঘটনায় পুলিশ নিহত চেঙ হি সঙয়ের দোভাষী নাজমুল হাসান ও নাজমুলের ভাইপো মুক্তাদির রহমানকে আটক করে। টাকা আত্মসাতের জন্য এ দুজন হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলে আদালতে স্বীকারোক্তিও দেয়। আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা যশোর কোতোয়ালি থানার তৎকালীন ওসি মো. ইলিয়াস হোসেন গত ৩ ফেব্রুয়ারি আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন। পরদিন ৪ ফেব্রুয়ারি মামলাটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে যশোর জেলা জজ আদালতে বদলি করা হয়।

সর্বশেষ খবর