সোমবার, ৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

অটিজম শিশু সমাজের বোঝা নয়

অটিজম সচেতনতা দিবসের কর্মসূচিতে বক্তারা

প্রতিদিন ডেস্ক

বিশ্ব অটিজম সচেতনতা দিবস ছিল গতকাল। দিবসটি উপলক্ষে সারা দেশে অটিজমদের নিয়ে নানা কর্মসূচি আয়োজন করে স্থানীয় প্রশাসন এবং সরকারি-বেসরকারি সংগঠন। এর মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘অটিজম শিশু সমাজের বোঝা নয়’। সঠিকভাবে লালন-পালন সুশিক্ষায় শিক্ষিত করতে পারলে তারাই দেশের কল্যাণে কাজ করতে পারবে।’ নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— সিরাজগঞ্জ : র‌্যালি শেষে সাখাওয়াত এইচ মেমোরিয়ালের হলরুমে শাহজাহান মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন— কামরুল হাসান, মাসুদা পারভিন, মারুফ বিন হাবিব প্রমুখ। বক্তারা বলেন, অটিজম শিশু সমাজের বোঝা নয়। তাদের সঠিকভাবে লালন-পালন সুশিক্ষায় শিক্ষিত করতে পারলে অটিজম শিশুরাই দেশের কল্যাণে কাজ করতে পারবে। বগুড়া : সকালে অটিজম শিশুদের নিয়ে র‌্যালি শেষে  হাউসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আশরাফুউজ্জামানের   সভায় প্রধান অতিথি ছিলেন ডিসি আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বগুড়া আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সিভিল সার্জন সামছুল হক প্রমুখ। রাজশাহী : নগরীর আলুপট্টি মোড়ে বেলুন উড়িয়ে র‌্যালি উদ্বোধন করেন এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় উপস্থিত ছিলেন, ড. সাদিকুর রহমান, নির্বাহী পরিচালক ওয়াহিদা খানম। ঠাকুরগাঁও : কালেকক্টর চত্বর থেকে র‌্যালি নিয়ে শহর ঘুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে শেষ হয়। সেখানে আলোচনা সভায় আব্দুল আওয়াল, জহুরুল ইসলাম, নেলসন সরেনসহ সরকারি ও বেসরকারি সংগঠনের কর্মকর্তা-কর্মচারি এবং প্রতিবন্ধী শিশুরা অংশ নেন। নোয়াখালী : বদরে মুনীর ফেরদৌসের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা করা হয়। র‌্যালিতে জেলা প্রশাসন, সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। ময়মনসিংহ : সকালে ডিসি কার্যালয়ের সামনে থেকে বের হওয়া র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস প্রতিবন্ধী স্কুলে গিয়ে শেষ হয়। র‌্যালি উদ্বোধন করেন আরিফ আহমেদ খান। এ সময় সৈয়দ নুরুল ইসলাম, খলিলুর রহমানসহ প্রতিবন্ধী ও স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেহেরপুর : রশিদুল মান্নফ কবীরের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালি বের হয়। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাইরুল হাসান। অন্যান্যের মধ্যে সুভাস চন্দ্র গোলদার, আশকার আলী, মোসারফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। গোপালগঞ্জ : মোহাম্মদ মমিনুর রহমানে নেতৃত্বে র‌্যালি  শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আলোচনা সভায় সমীর মলিকের সভাপতিত্বে চৌধুরী শফিকুল ইসলাম, শেখ রুহুল আমিন, রবীন্দ্র নাথ অধিকারী প্রমুখ বক্তব্য রাখেন। দিনাজপুর : র‌্যালি শেষে দিনাজপুর জেনারেল হাসপাতাল অডিটোরিয়ামে সভায় সভাপতিত্ব করেন ডা. শামীম আরা নাজনীন। আলোচনা সভায় অটিজম শিশুদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন ডা. আব্দুল ওয়াহেদ, ডা. ইসরাত শারমীন, ডা. ওয়াহেদুল হক।

এর আগে মীর খায়রুল আলম অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিটি সিভিল সার্জন কার্যালয় থেকে বের হয় শহর প্রদক্ষিণ করে।

সর্বশেষ খবর